Digital Marketing Services
cash on delivery

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নারীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল


dondo
cash on delivery

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নারীকে উত্ত্যক্ত করার দায়ে সজিবুল ইসলাম রুবেল সৃষ্টি (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ বাংলানিউজককে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কিছুদিন ধরে অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিলেন সজিবুল ইসলাম রুবেল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত করতে শুরু করেন। খবর পেয়ে ইউএনও ইমরুল কায়েস সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে কারদণ্ড দেন।

ইউএনও ইমরুল কায়েস ভেল্কি নিউজকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে রুবেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ভেল্কি নিউজকে জানান, দণ্ড দেওয়ার পর রুবেলকে পাবনার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Facebook Boost Service

Tags

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post