আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্কে আর কোনও আগ্রহ পাচ্ছেন না? এই আগ্রহ না পাওয়া, এমন কিছু বিরল বিষয় নয়। অনেকেই এক সময় এই আগ্রহ হারিয়ে ফেলেন। তা আবার ফিরেও আসে।
কিন্তু কয়েকটি লক্ষণ থেকে আন্দাজ করা যায়, যৌন সম্পর্কের প্রতি আপনি বা আপনার সঙ্গী-সঙ্গিনী আকর্ষণ হারাচ্ছেন। দেখে নেওয়া যাক, সেই লক্ষণগুলি:
প্রতি বার বিছানায় শারীরিক সম্পর্ক। অন্য কোথাও নয়।
প্রতি সপ্তাহের একই বারে শারীরিক সম্পর্ক। সেটা পাল্টানোর ইচ্ছেও নেই বিশেষ।
সব সময় বহু আগের শারীরিক সম্পর্কের স্মৃতি ফিরে আসা। আর সব ক্ষেত্রেই মনে হওয়া, আগের ওই সম্পর্কগুলো কত ভাল ছিল!
দিনের একটা নির্দিষ্ট সময়েই শুধু যৌন সম্পর্কে লিপ্ত হওয়া।
শারীরিক সম্পর্কে স্বতঃস্ফূর্ততার অভাব।
অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, এমন ভাবনা ভাবতে ভাল লাগলেও বুঝতে হবে সমস্যা হচ্ছে।
প্রতি বার শারীরিক সম্পর্কের ধরন একই রকম। নতুনত্ব আনার কোনও চেষ্টাই নেই।
প্রতি বার যৌন সম্পর্কের স্থায়িত্বও একই রকম। কোনও পরিবর্তন নেই।
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যদি এই ধরনগুলি লক্ষ করেন, তা হলে বুঝতে হবে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌন সম্পর্কে আকর্ষণ কমে গিয়েছে। এই অবস্থার পরিবর্তন চাইলে মনোবিদের সাহায্য নিতে পারেন। একমাত্র তাঁরাই পারবেন এর থেকে বের আনতে।