Digital Marketing Services
cash on delivery

‘কিল হিম’ সিনেমায় শুধু অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি: অনন্ত


ananta jalil
cash on delivery

প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল ‘কিল হিম’ শিরোনামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।

অনন্ত জলিল আজ সোমবার দুপুরে ভেল্কি নিউজকে বলেন, এই সিনেমায় একজন অভিনেতা হিসেবে অভিনয় করছি এইটুকু শুধু জানি। সিনেমায় শুধু অভিনয়ের বিষয়ে প্রযোজকের সঙ্গে আমার চুক্তি হয়েছে। যেহেতু অন্যের সিনেমা এটা নিয়ে আর কিছু বলতে পারছি না। যেদিন প্রযোজক বিস্তারিত জানাবেন সব জানতে পারবেন।’

জানা গেছে, আগামী ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘কিল হিম’ সিনেমার মহরত হবে। অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুটিং হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন : দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল।


Facebook Boost Service

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post