চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ৪ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্ফোরণে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠেছে। ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের সময় আশেপাশের কয়েকটি কারখানা ও বাড়িঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা গেছে।
গত বছরের ৪ জুন রাতে ওই একই এলাকার বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছিলেন।