
দাওয়াত – আলিমুল ঢালী

নতুন করে চাঁদ উঠেছে
খোশ জেগেছে মনে
আমার বাড়ি ঘুরতে আসিস
সামনে ঈদের দিনে।
সাদা ভাতে গোস্ত দেবো
মুসুর ডালের জোল
বাড়ির গাভির দধি দেবো
ছানা কাটা ঘোল।
পান্তা ভাতে মরিচ দেবো
পেয়াজ দেবো কুচে,
খাওয়া শেষে পায়েস দেবো
ঝাল যাবে তোর ঘুচে
আমার বাড়ি গায়ের পথে
ঘুরবো তোকে নিয়ে
ভরিয়ে দেবো মন খানি তোর
মেঠো হাওয়া দিয়ে।
আসিস তবে আমার বাড়ি
থাকলো বলাবুলি
তোকে পেলে জাপটে ধরে
করবো কুলাকুলি।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
Invitation Alimul Dhali The new moon has risen Feel happy waking up Come visit my house On the day of Eid. I will give gosht in white rice Musol dal jol I will give yoghurt to the cows of the house Chicken cut whey. I will give chilli in panta rice I'll give you the onion, I will give paise after eating It will hurt you My house is on the way to Guy I'll go around with you I will fill your mind quickly With sweet air. Asis, however, is my home There was talk When he finds you, he grabs you I will cuddle.
