ক্লাব ক্যারিয়ারে ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার কারণে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পাওয়াও হবে অনিশ্চিত। দল ঘোষণার আগে হয়ত নিজেকে সেভাবে প্রমাণের সুযোগই পাবেন না। তাতে আলবিসেলেস্তে দলে জায়গা পাওয়া নিয়ে যে শঙ্কা থাকছে, সেকথা নিজেই জানালেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
সাত মৌসুম পিএসজিতে কাটানোর পর ৩৪ বর্ষী ডি মারিয়া বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে সময় পার করছেন। একবছরের চুক্তিতে জুভেন্টাসে তার যোগ দেয়ার সম্ভাবনা জোরাল, তাকে নেয়ার বিষয়ে আগে থেকেই আলোচনায় বার্সেলোনাও। আর্জেন্টাইন ক্লাব রোজারিওর ম্যানেজার কার্লোস তেভেজ আশা করছেন, ডি মারিয়াকে দলটিতে আনতে পারবেন।
আলবিসেলেস্তেদের হয়ে লিওনেল মেসি (১৬২), হাভিয়ের মাশ্চেরানো (১৪৭) এবং হাভিয়ের জানেত্তির (১৪৫) পর চতুর্থ সর্বাধিক ১২২ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। ঝুলিতে রয়েছে ২৫ গোল। গত মৌসুমে পিএসজির জার্সিতে ৩১ ম্যাচে ৮ অ্যাসিস্টসহ করেছেন ৫ গোল।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে ৩ গোল করলেও ফ্রি এজেন্ট হওয়ায় কাতারে যাওয়া নিয়ে ডি মারিয়া সংশয়ের মাঝেই আছেন। তিনবার বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘একমাত্র লিওনেল মেসিরই দলে থাকার নিশ্চয়তা রয়েছে।’
‘আগামী চার মাস পর কী হবে জানেন না। আমাকে ক্লাব বদল করতে হবে। আবারও মানিয়ে নিয়ে খেলে ভালো অনুভব করতে হবে। এটাই পার্থক্য গড়ে দেবে।’
তুরিনে যাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘জুভেন্টাস ইতালির বড় ক্লাব এবং আমার ব্যাপারে আগ্রহী এমন দলগুলোর একটি। বিষয়টা নিয়ে ভাবছি। তবে এই মুহূর্তে সকল মনোযোগ পরিবারের সঙ্গে ছুটি কাটানোয়।’
ন্যু ক্যাম্পে যাওয়ার ব্যাপারে পরিষ্কার কোনো মন্তব্য না করলেও কাতালান ক্লাবটিকে সমীহ করেই কথা বলেছেন ডি মারিয়া, ‘বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল এবং অতীতে আমাকে সবসময় তাদের বিপক্ষে খেলতে হয়েছে।’