বর্তমান সরকারে অধীনে নির্বাচনে না যাওয়া এবং সম্মিলিতভাবে সরকার বিরোধী আন্দোলন করার ব্যাপারে বিএনপি ও গণঅধিকার পরিষদ একমত হয়েছে বলে জানিয়েছেন এই দুই দলের শীর্ষ নেতারা। বুধবার পল্টনে দুপক্ষের বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে সঙ্গে দেড় ঘণ্টা সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার, তাই তাদেরকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না’।
এ সময় তিনি আরো বলেন, ‘আমরা আজ গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। খুশি হয়েছি যে তারা আমাদের সঙ্গে সবগুলো বিষয়ে একই মত ধারণ করেন। বিশেষ করে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সেই ব্যাপারে আমরা একমত।’
বিএনপি মহাসচিব জানান, ‘আমরা এই বিষয়েও একমত হয়েছি যে, এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না। কারণ এই সরকার অত্যন্ত সচতুরতার সঙ্গে এবং সচেতনভাবে বাংলাদেশের অর্জিত, আমাদের যেসব অর্জন ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সাম্য ও সামাজিক মূল্যবোধ, সেই সঙ্গে ন্যায় বিচারের অধিকার সব ধ্বংস করে দিয়েছে।’
ভোটাাধিকার ও গণতন্ত্র ফেরাতে যুগপৎ আন্দোলন করা হবে বলে জানান গণপরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে সমমনা বিভিন্ন দলের সাথে সংলাপ করছে বিএনপি।