অবশেষে খুলনা বিভাগে কমলো মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
প্রসঙ্গত, এর আগে গতকাল ৯ জুলাই খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু রেকর্ড হয়।
মৃত্যুর পাশাপাশি কমেছে কোভিড শনাক্তের সংখ্যাও। এ সময়ে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭৭২ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। খুলনা ও যশোরে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ঝিনাইদহে ৪ জন এবং মেহেরপুরে ও নড়াইলে ২ জন করে মারা গেছেন। সাতক্ষীরা,বাগেরহাট, মাগুরা ও চুয়াডাঙ্গায় কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।