আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে নেওয়া হবে।
করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, পঞ্চম শ্রেণির, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন। অন্য শ্রেণিগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। তবে পরিস্থিতি অনুকূলে এলে ধীরে ধীরে অন্য শ্রেণিগুলোকেও একদিন একদিন করে বাড়ানো হবে।
প্রথমেই ৬-৮ ঘণ্টা ক্লাস করতে হবে না। কোনো অ্যাসাম্বিলি হবে না। অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন হলে করা হবে।