জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
এক বছরের মধ্যে ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম
ইসরায়েলকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরে যেতে এক বছরের আল্টিমেটাম দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার (২৪ আগস্ট) জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন আব্বাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে তিনি বলেন, “ইসরায়েল যদি এই সময়সীমার মধ্যে সরে না যায়, তবে ১৯৬৭ সালের আগের সীমান্তের ওপর ভিত্তি করে ইসরায়েলকে আর স্বীকৃতি দেওয়া হবে না। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমসহ দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ড থেকে এক বছরের মধ্যে চলে যেতে হবে।’
এসময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করার অনুরোধ জানান তিনি।
এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা নির্ধারণে জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে কাজ করতে তৈরি ফিলিস্তিন বলেও জানান তিনি।