ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। সংকট কেটে গেলে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। এ দিন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা টিকার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। ভারতে সংকট কেটে গেলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের টিকা জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের প্রত্যাশা তাদের টিকা পাবো। ভারত কঠিন সময়ে আমাদের পাশে থেকেছে। আগামী দিনেও কঠিন সময়ে তারা আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি।